সারসের প্রতি – অনিরুদ্ধ ভট্টাচার্য্য
সারসের প্রতি
অনিরুদ্ধ ভট্টাচার্য্য
বেদনার গ্লানি তোমার ডানায়
মুছে যেতে দেখেছি,
পাত্র ভরা কানায় কানায়,
যেন একসাথে থেকেছি,
আরও নেশা করব বলে।
আমার উৎসাহের অতলে
কেউ যেন মুখ ফিরিয়ে আছে,
বোঝা না বোঝার উর্ধে যেন,
যদি পড়ে ধরা কারুর কাছে!
নদীর তীরটি ধরে-
পায়ে চলা পথের
থেকে সরে সরে-
যে বালির চরে
একটা পরিমিত সাদা অঙ্গন
গড়েছ তোমরা-
আমাদের নিগূঢ় শীতে,
তোমাদের প্রাণভোমরা
অবহেলে করেছে গ্রহণ
একটা কবোষ্ণ উত্তাপ।
দূরাগত শোকসন্তাপ,
যেখানে মলিন সূর্য্যের,
সাথী হয়েও-
শুভ্র হিমশৌর্য্যের
মানে পরাভব-
সে গণরাজ্যের
পাকদন্ডী বেয়ে
মহাচীন হিমালয় ছেয়ে
যখন থেকে জীব
জীবের পেয়েছে সাড়া-
তখন থেকে
আমরা একাকীত্বের দূত-
এই জেনে
এই দেখে-
উড়েছো এক পরিযায়ী
চেতনার আশ্রয়ে।
আবেগের সাশ্রয়ে,
তোমাদের উড্ডীন পাখার
ব্যপ্তি যখন,
দূরের গাঢ় নীলে,
ছায়া ফেলে থাকার
স্বপ্ন মেলে,
প্রচ্ছন্ন উদ্বেগে-
আমা...