
ভাষা আন্দোলনে চেমন আরা – শিরীন হোসেন
ভাষা আন্দোলনে চেমন আরা
শিরীন হোসেন
বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য পটভূমি মাতৃভাষার অধিকার আদায়ে "ভাষা আন্দোলন"। বাঙালি বরাবরই এক সংগ্রামী ও আত্মপ্রত্যয়ী জাতি, যার স্বাক্ষ্য ইতিহাসের পাতায় পাতায় অমলিন ও আলোকিত। মাতৃভাষা মানে শুধু নিজের ভাষাই নয়, এতে প্রকাশিত হয় নিজ স্বাতন্ত্র্য ও আভিজাত্য। জাতীয়তা, সংস্কৃতি, শিক্ষা, ইতিহাস, রাজনীতি অনেকটাই প্রভাবিত ও মিশ্রিত থাকে নিজ ভাষার সাথে; কারণ জাতির আন্দোলনে ও পরিচয়ে ভাষার প্রতি সম্পৃক্ততা নিবিড়।
আমাদের অহংকারের ও গর্বের মাস ফেব্রুয়ারি, যা আমাদের স্মরণ করিয়ে দেয় একটি জাতির পটভূমির পেছনে তার অবদান কতোটা বিশাল ও অনস্বীকার্য। ভাষা আন্দোলনের ইতিহাসে সর্বসাধারণের সম্পৃক্ততা ছিলো নিঃস্বার্থ ও নিরপেক্ষ। সকল বাঙালি শ্রেণীর একত্রিত হওয়ার সূচনা এই সময়ে শুরু হয়েছিলো, যার পরিণতিতে সকলের মিলিত প্রচেষ্টায় ছিলো মহান স্বাধীনতা সংগ্রাম ও বিজয় অর্জন।
এ ল...