প্রেমের আখর – অগ্নিমিত্র ভট্টাচার্য্য
প্রেমের আখর
অগ্নিমিত্র ভট্টাচার্য্য
"আমার খেলা যখন ছিল তোমার সনে,
তখন কে তুমি তা কে জানত ...."
১৯১৬ সালের ঘটনা দিয়ে শুরু করছি।
আট বছরের এক ছোট্ট মেয়ের গল্প!
কলকাতার থেকে অনেক দূরে, এক ছোট পাহাড়ী শহরে(১) ছিল তার বাস। পড়াশুনো সেই শহরের "লরেটো কনভেন্ট" স্কুলে। ইংরেজি মাধ্যমে পড়লেও বাংলা ভাষার পাঠ সে তার বাড়িতেই নিয়েছিল।একদিন বইয়ের তাক থেকে একটা পাতলা মলাটের সরু বই , রবিবাবুর লেখা "খেয়া" নিয়ে তার মা তাকে বললেন "এটা তোমার।" সত্যিকথা এই, যে মেয়েটি বইটি পড়বার চেষ্টা করেছিল, কিন্তু লেখার একবর্ণও বুঝতে না পেরে বইয়ের তাকেই সেই বই রাখলো ফেলে। পরে একদিন তেঁতুলের আচার মোছার জন্য একটা পরিষ্কার কাগজের প্রয়োজন হওয়ায় সেই "দুর্বোধ্য" বইয়ের থেকে একটা পুরো পাতাও নয়, মাত্র খানিকটা ছিঁড়ে ফেলতে, বাড়ীর সকলের কাছে যথেষ্ট "হেনস্থা" হতে হয়েছিল তাকে! আর এখানেই শেষ নয়, সেইসময় বাড়িতে বেড়াতে এসেছিলেন সদ্য ...