জ্যোতিরলিঙ্গ মহাকালেশ্বর – বিজিত কুমার রায়
জ্যোতিরলিঙ্গ মহাকালেশ্বর
বিজিত কুমার রায়
মহাকাল জ্যোতিরলিঙ্গের মন্দির উজ্জয়িনী বা অবন্তিকাতে। আমার চাকরির সূত্রে ভুপাল থাকার সময় এই পুণ্যক্ষেত্র দর্শনের অভিজ্ঞতা একাধিকবার হয়েছে। ১৯৯৪ থেকে ২০০৫ সালের মধ্যে। তবে স্মরণীয় হয়ে আছে ২০০৫ সালে এসে দুই দিন থাকার স্মৃতি।
এই উজ্জয়িনীর কত নাম। অবন্তিকা, অমরাবতী, কুশস্থলী, ভোগবতী, হিরণ্যবতী, কনকশৃঙ্গা, কুমুদবতী, বিশালা ইত্যাদি। কথিত আছে স্বয়ং মহাদেব এখানে ত্রিপুরাসুরকে বধ করার জন্য দেবী রক্তদন্তিকা চন্ডীর আরাধনা করে পাশুপত অস্ত্র লাভ করেন। প্রবল শত্রুকে 'উজ্জিত' অর্থাৎ পরাজিত করার জন্য এই স্থানের নাম হয় উজ্জয়িনী ।
ভোপাল থেকে গাড়িতে করে আমরা এসে পৌঁছাই এই তীর্থে ও বৈকালবেলা মহাকাল দর্শনে আসি। ভিড়ের জন্য লাইন দিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে মন্দির চত্বর পেরিয়ে মুলমন্দিরের সিঁড়ির কাছে দাঁড়ালাম। তারপর সিঁড়ি বেয়ে ভুগৰ্ভস্থ মন্দিরে প্রবেশ। শ্বেতপাথরের...









