শিল্প নৈপুণ্য (দ্বিতীয়) – শালিনী নন্দী
শিল্প নৈপুণ্য (দ্বিতীয়)
শালিনী নন্দী
আমরা দৈনন্দিন কাজের চাপে নিজেদের যেসব প্রতিভা, শখ হারিয়ে ফেলছি, সেগুলোকে নতুন করে জাগানোর সময় এসেছে। রান্না করার শখ, ছবি আঁকার শখ, হাতের কাজ, গল্প লেখা, কবিতা লেখার শখ নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে মানুষের মধ্যে। এখানে তারই কিছু নিদর্শন তুলে ধরা হল।
আঙুর গাছের ক্ষেত
দেখুন একটি সাধারণ কাচের বোতল (Decanter) কে কি সুন্দর করে সাজানো যায়। ধরুন যদি বোতলটাকে একটা আঙুর গাছের ক্ষেতের (grape yard) মত করা যায়, তাহলে কেমন হয়? দেখা যাক কি হয়!
বোতলটির গায়ে ফেভিকল লাগিয়ে টিসু পেপার জড়িয়ে, টিসু পেপার কেই রোল করে লতানো আঙুর গাছের রূপ দিতে হবে। একটু মোটা কাগজ, কেটে কেটে আঙুর গাছের পাতা তৈরি করে গাছের সাথে অল্প অল্প ফারাকে জুড়ে দিলে লতানো উদ্ভিদটি একদম আঙুর গাছের রূপ নে...