ভোর পথ – শাশ্বতী হোসেন
ভোর পথ
শাশ্বতী হোসেন
শ্যামা যখন হাসান আলির বাগানে ফুল তুলতে যায়
মৌন ভোরবেলা
তখন গেরুয়া আলো মাখা বাগান সবে শিশিরের সাথে
ভোরের শিস একাত্ম হয়েছে।
হাসান আলির খুরপিতে বেজে উঠেছে মাটির একতারা
ফুলে ফুলে লেগে আছে নকশিমুখের বানজারা সুখ।
শ্যামার পুজোর থালায় আমপল্লব, সিঁদুরলেপা ঘট
তার নাকে হাসানের দেওয়া রুপোর পালক ঝোলানো নাকছাবি
চোখের মণিদুটি ভেজানো ভাষায় একা একা।
আঙুলে আঙুলে লেগে আছে ভীরু অধরের মধু।
রোজ ভোরে হাসান আলির বাগানের ফুলে
ভৈরবেশ্বরী মন্দিরে পুজো দেয় শ্যামা।
রোজ ভোরে শ্যামার পথ চেয়ে বাগান সাজায়
হাসান।
শ্যামাকে দেখিয়ে হাসান বলে,অই দ্যাখ,দেইখতে পাচ্ছিস?
লদীর চরে পাখিগুলা রঙচঙা ড্যানায় ভালোবাসার সাধ জ্যাগেছে--
অরা ভরা জলকে নাম্যেছে কেনে জানিস?
জানিস নাই?
দ্যাখ দ্যাখ,পানকৌড়ি জোড়টা এখুনি ডুবতে যাছে
অ শামা, চায়্যে দ্যাখ...
কিন্তু পানকৌড়ি দুটি নিয...