সম্পাদকীয় – কাশবন ৩
সম্পাদকীয়
এখন প্রয়োজন উত্তরণের।কালো থেকে আলোয় অতিক্রমণের।
প্রতি বছরই যে কোনও শারদীয় সংখ্যার এই কলমটিতে লেখা হয়ে থাকে এই কথাটা যে চতুর্দিকের সঙ্কটময় আবহে শুভাগমন ঘটছে আনন্দময়ী মায়ের।এবছরও তার কিছু ব্যতিক্রম তো নেইই বরং মনুষ্যসৃষ্ট আরও গভীর এবং বিপদজনক অসততার সঙ্কট যুক্ত হয়েছে জীবনে।তাই, এই সময়,উত্তরণের সময়।অবক্ষয় থেকে মুক্ত,পরিপূর্ণ, সুস্থ এক সমাজে উত্তরণের ।তমিস্রা থেকে জ্যোতিতে।মৃত্যু থেকে অমৃতে উত্তরণের।এত প্রতিকূলতার মধ্যেও এবারে আন্তর্জালিক এবং আন্তর্জাতিক পত্রিকা কু লা য় ফে রা তাঁর সীমিত শক্তি নিয়ে নিয়োজিত এই গরলকর্দমে পুষ্কর ফোটাতে।
সমাজ এখন বিষপূর্ণ এক উধরি যেন।তার বিষবাষ্পে চতুর্দিক আচ্ছন্ন।প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্র ছেয়ে গেছে এক অন্তহীন অবনমনে।যেন পৃথিবীর গভীরতর অসুখ এখন।বিগতদিনের অতিমারীর প্রভাবে এখনও জনজীবন আচ্ছন্ন।বেঁচে থাকার ন্যূনতম চাহিদার যোগানও অপ্রতু...