দশভূজা – অমৃতা লাহিড়ী
দশভূজা
অমৃতা লাহিড়ী
*দশভূজা*
বৃহদারণ্যক উপনিষদে আছে সৃষ্টিকর্তা বিরাট পুরুষের আপন সৃষ্টি বৈচিত্র্যকে উপলব্ধির ইচ্ছা থেকেই নারী সত্তার উৎপত্তি-"আত্মবেদমগ্র আসীদেক এব,সোহকাময়ত জায়া মে স্যাৎ"। অর্থাৎ সৃষ্টির পূর্বে আত্মাই একমাত্র ছিলেন। তিনি কামনা করলেন আমার জায়া উৎপন্ন হোক। এই ঔপনিষদিক বাণী প্রকৃতপক্ষে নারী জাতির মহিমা সম্বন্ধে ভারতীয় ধারণাকেই তুলে ধরা হয়েছে। ভারতীয় দর্শনে নারী সৃষ্টির সঙ্গে অভিন্ন অখন্ড সত্তার প্রকাশ বৈচিত্র্যের রূপায়ণে নারী অপরিহার্য।
শাস্ত্রে পাওয়া যায়, অতি পাতকীও দুর্গা নাম স্মরণ মাত্র পাপ থেকে মুক্ত হয়, দুর্গা নাম জপ করলে তৎক্ষণাৎ পাপ মুক্তি পায়।
দুর্গা মন্ত্র মহামন্ত্র সমস্ত বিষ্ণু মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা।
"সর্ব্বেষাং বিষ্ণুমন্ত্রাণাং দুর্গা অধিষ্ঠাত্রী দেবতা"
মহাভারতে আছে দেহ বন্ধ বিম...