ভিতরমহল , হে সুন্দর ! – দীপান্বিতা দত্ত
PC: মা Samprotik Deshkal
ভিতরমহল
দীপান্বিতা দত্ত
খোলা আকাশ,এক উঠোন,এক ছাদের মাঝেপ্রতিদিন রাত্রি এসে বসে সং সেজে সময় না সমাজ বোঝা বড় ভার কে যে কার ছলনার শিকার ।ধীরে ধীরে খোলস খোলে অস্থির সময় মন্ত্রের মতো কেঁপে ওঠে ভিতরমহল তার দম্ভকে মান্যতা দিয়েছি যতবার নিশুতি রাত জুড়ে হিম পড়েছে ততবার ।পৃথিবী তুমি যেমন আছো তেমনি থাকো ভালো এই মহাশূন্যে অগণিত তারাদের ভিড়ে দুঃখের সাথে সহবাস করতে করতে বেলাশেষের শেষ স্মৃতি টুকু নিয়ে স্বাবলম্বী হবে পুরোনো ব্যথারা অপার প্রত্যাশাতে বাধে , যত গোলযোগ ধুয়ে মুছে যাক --সব অবাঞ্ছিত ক্ষত চলার পথে মনোবল থাক অক্ষত ।*********************************হে সুন্দর !
দীপান্বিতা দত্ত
আকাশ কাঁদুক বাতাস কাঁদুক ত্রিভুবনে উঠুক যতই প্রলয় ঝড়দু'নয়নে দেখবো তোমায় হে...