
সম্পাদকীয় – কাশবন ৬
সম্পাদকীয়
কুলায়ফেরার কাশবন ৬
সময়ের পরিবর্তনে মন এবং অনুভূতি গুলোও কেমন যেন অন্য রকম ভাবে বদলে যাচ্ছে ।
এখন শরৎ এলেও হাওয়ায় হিমের পরশ পড়েনা। বরং আকাশ কালো করে মেঘ গর্জন আর যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি আসে। তার মাঝে চিটপিটে গরমে আসন্ন শীতকাল মনে হয়না সময়টাকে।নাছোড়বান্দা গ্রীষ্মকে কেউ কি আছে যে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে ? এর পর বোঝার উপর শাকের আঁটি ক্লাউড বার্স্ট! মেঘ ভাঙা বৃষ্টি তে জল থৈথৈ!
অনুভব টাও কেমন যেন পাল্টে গেছে।আগে,আমাদের সময়ে পুজো যত কাছাকাছি আসতো,মনটাও আনন্দে ভরে উঠতো। মহালয়ার ভোরে শিউলি ফুল কুড়ানো অথবা পুকুরে ফোটা শাপলা ফুলকে পদ্ম ভেবে তারিয়ে তারিয়ে অবলোকন করা,এগুলো স্মৃতিই।এখন শিউলি গাছ কোথায় এই কংক্রিটের জঙ্গলে? পুকুরই তো নেইই।শাপলা কোথায় ফুটবে? এখনকার জমানায় ছোটদের মধ্যে তাই এসব ভাবনা নেই। অবিশ্যি তখন আবার মোবাইল ল্যাপটপ কোথায়? আর পুজোর বাজারের সেই রোমাঞ্চ? দোকানে বাবা মায়...