
প্রেমে অপ্রেমে – সুরজিৎ সরখেল
প্রেমে - অপ্রেমে
সুরজিৎ সরখেল
ঋতি অনেকক্ষণ ধরে চুপ করে কিছু একটা চিন্তা করছিল। সারাটা ক্ষণ ঘন, গহীন মেঘেদের মতন ভেসে বেড়াচ্ছিল চিন্তার সমুদ্রে।
" ও দিদি কি ভাবছেন এত? কাঠগুদাম এসে গেছে তো!
আপনার লাগেজ গুলো আমি নিচ্ছি ।আপনি ধীরে ধীরে নামুন।"
কথাগুলো বলেই অতি ব্যস্ত রাজু ঋতির লাগেজ নিয়ে নেমে গেল। প্রতিবছরই ওদের পরিচিত এক নামি ট্রাভেল এজেন্সির সঙ্গে ঋতি পাহাড়, জঙ্গলে বেরিয়ে পড়ে। আগে একা একাই ট্রেকিং করতে বেরিয়ে পড়তো। পথে কত মানুষের সঙ্গেই তো পরিচয় হয়ে যেত!
ইদানিং কয়েকটা বছর এই এজেন্সির সঙ্গে বেরিয়ে পড়ে দিন কয়েকের জন্য। এবার কুমায়ুন অঞ্চলের আলমোড়া,বিনসর, চৌকরি অনেক স্পট আছে ওদের তালিকায়। একটা অদ্ভুত আকর্ষণ, ভালোলাগা জড়িয়ে আছে এখানকার পার্বত্য অঞ্চল গুলোর সঙ্গে। আভাষের সঙ্গেই তো বার দুয়েক এসেছিল এখানে। প্রফেশনের তাগিদে আভাষকে যখন তখনই ক্যামেরা কাঁধে করে বেরিয়ে পড়...