সম্পাদকীয় – কুলায়ফেরার পঞ্চম বর্ষপূর্তি
সম্পাদকীয়
কুলায়ফেরার পঞ্চম বর্ষপূর্তি
পাঁচটা বছর কম সময় নয়। তুর্কী কবি নাজিম হিকমতের কবিতার লাইন ধার করে বলা যায়,এই সময়ে পাঁচবার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী। আমাদের দেশে নির্বাচিত আইন প্রণেতা ও আইনসভার মেয়াদ পাঁচ বছর। রাষ্ট্রের উন্নয়নের পরিকল্পনা করা হয় পাঁচ বছরের জন্য, যার পরিচিতি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামে। আজ,বহু পথ পেরিয়ে,বহু বাধাবিঘ্ন,প্রতিকূলতাকে জয় করে,শুধু আমাদের নিরলস পরিশ্রম ও আপনাদের ভালোবাসায়,আপনাদের অতিপ্রিয় ও আপন,আন্তর্জাতিক ও আন্তর্জালিক পত্রিকা "কুলায় ফেরা" পাঁচ বছরে পদার্পণ করলো। সেদিনের সেই পরিকল্পনার বীজ থেকে যা আজ শাখা প্রশাখায় বিস্তৃত। চলুন,আজ একটু পিছিয়ে দেখা যাক।
সে সময়টা বিশ্ব এক অতিমারীর আতঙ্কে আক্রান্ত। এক নতুন শব্দ ‘লকডাউন’। তাতে জীবন যেন থমকে গেলো। যানবাহন, বাজারঘাট,সব বন্ধ। রেল স্টেশনে তালা। দিন দুপুরে ধর্মতলার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শালিকের ঝাঁক! মুখোশে...