অনন্তবাবুর সমস্যা – চন্দ্র কান্তি দত্ত
অনন্তবাবুর সমস্যা
চন্দ্র কান্তি দত্ত
আমার কাছে 'মানুষ চেনা' কথাটার দুটো অর্থ হয়। একটা অর্থ হল মানুষটা কে,কি নাম,সেটা মনে রাখা,আর একটা অর্থ হল কোন একজনের স্বভাব-চরিত্র সম্পর্কে জ্ঞাত হওয়া। অনন্তবাবুর ক্ষেত্রে এ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। কারণ, দ্বিতীয় কাজটা তো দূর,তিনি প্রথম কাজটাই ইদানীং ঠিকমতো করে উঠতে পারছেন না। কি যে হয়েছে বা হচ্ছে কে জানে। হঠাৎ দেখা হলে অনন্তবাবু পরিচিত মানুষকেও চিনতে পারছেন না। সেদিন যেমন হল। পাশের বাড়ির বিশু কোথাও যাচ্ছিল। অনন্তবাবুও কোন কাজে বাইরে ছিলেন। বিশুকে দেখে ডাক দিলেন,"আরে,সুবল যে? সকাল সকাল কোথায় চললে?"
বেচারা বিশু। ডাক শুনে কিছুক্ষণ এদিক ওদিক চাইল। তারপর তৃতীয় কাউকে দেখতে না পেয়ে বলল,"কাকা,আপনি কি আমাকে ডাকলেন?"
অনন্তবাবু যেন আকাশ থেকে পড়লেন। বললেন,"হ্যাঁ! এখানে তুমি আর আমি ছাড়া আর কাউকে তো দেখছি না।"
বিশু তখন আরও বিহ্বল। বলল,"কাকা! আমি তো ...