গুপ্তিপাড়ার রথ – অনির্বাণ সাহা
গুপ্তিপাড়ার রথ
অনির্বাণ সাহা
রথের কথা এলেই সর্বপ্রথমে আমাদের মাথায় আসে পুরীর রথের কথা। যে রথটি ভারতের মধ্যে সর্বোচ্চ রথ। পুরীর রথের পরে যে রথটি উচ্চতার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে,সেটি হল আমাদের বাংলার অতি প্রাচীন জনপদ গুপ্তিপাড়া এলাকার রথ। এটি ভারতের দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের দীর্ঘতম দূরত্ব (প্রায় ২ কিলোমিটার) অতিক্রম করে জগন্নাথ দেবের মাসির বাড়ি পৌঁছানোর জন্য। শুধু তাই নয় প্রাচীনত্বের দিক থেকেও এটি ভারতের চতুর্থ প্রাচীনতম রথ হিসাবে বিবেচিত হয়। আবার গুপ্তিপাড়ার রথ বাংলার সর্ববৃহৎ কাঠের রথ। এরূপ ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ রথযাত্রা সম্পর্কে আমরা অনেকেই হয়তো বিশেষভাবে অবগত নই। তবে আজ যে রথটিকে আমরা দেখি সেটা প্রাচীন রথটি নয়।
"পথের আলাপ" ওয়েবপেজে ১১শে ডিসেম্বর,২০১৯ তারিখে প্রকাশিত "গুপ্তিপাড়ার রথের মেলা" শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায় যে,১৭৪৫ সালে (মতান্তরে ১৭৪০ সাল) আলীবর্দ...