দুধ পটল – মানসী ব্যানার্জি
কবিরাজ বাড়ির হেঁসেল থেকে মানসী ব্যানার্জি
আজকে আমরা শিখব "দুধ পটল"
উপকরণঃ
পটল এক কেজি
দুধ এক কেজি
তেল এক কাপ
ঘি দুই টেবিল চামচ
ছোট এলাচ চারটি
তেজপাতা দুটি
দারচিনি এক টুকরো
কাঁচা লঙ্কাবাটা এক টেবিল চামচ
কাঁচা লঙ্কা ছয়টি
হলুদ এক চা চামচ
লবণ পরিমাণ মতো
খোয়াক্ষীর দুই টেবিল চামচ
চিনি এক চা চামচ
গরমমশলা আধ চা চামচ
প্রণালীঃ
কড়াইতে এক কাপ তেল ঢেলে দিয়ে তেল গরম হলে খোসা ছাড়ানো পটল হাই ফ্লেমে দু মিনিট ভেজে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিন। পটল ভাজার সময় এক চা চামচ লবণ ও এক চা চামচ হলুদ দিয়ে দিন। দশ মিনিট পরে একটা পাত্রে পটল গুলো তুলে রাখুন। এবার ওই তেলে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিন। গরম হলে দারুচিনি,তেজপাতা ও ছোট এলাচ ফোড়ন দিয়ে দিন। এক কেজি দুধ দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে পটল গুলো দিন। আধ চা চামচ লবণ ও ৬-টা কাঁচালঙ্কা দিয়ে দিন।
দুধ ঘন হয়ে গেলে এক টেবিল চামচ লঙ্কাবাটা,আধ চা চামচ গরমমসলা,দ...