সম্পাদকীয় – কুলায়ফেরার তৃতীয় বর্ষপূর্তি
সম্পাদকীয়
' কু লা য় ফে রা র তৃ তী য় ব র্ষ পূ র্তি '
তীব্র দহনের দু:সহ একটা লম্বা ইনিংসের পর বৃষ্টি ধারায় শুষ্ক ধরা অবশেষে শীতল হতে শুরু করেছে। রুক্ষ ফুটিফাটা মাটি সিক্ত হয়েছে বর্ষণে। ধুলোময়,নোংরা,বিবর্ণ গাছের পাতা গুলো ধারা স্নানে এখন পরিস্কার,চকচকে,সবুজ,প্রাণবন্ত। এই নীল গ্রহের একমাত্র আত্মঘাতী,ভাতৃঘাতী,অকৃতজ্ঞ প্রাণীরা বিশ্বের সর্বত্রই অরণ্য ধ্বংস করে বসত বিস্তৃত করে চলেছে। এদেশও পিছিয়ে থাকবে কেন? পুষ্করিণী,জলাশয় বুজিয়ে মাথা তুলছে মাল্টি স্টোরিড। বিপন্ন হচ্ছে বন্যপ্রাণী। পাখিকুল। বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা। গ্রীণ হাউস এফেক্টে বাড়ছে উত্তাপ। বরফ গলছে মেরু প্রদেশের। বিজ্ঞানীদের শংকা,আগামী শতকের আগেই বিশ্বের তাপমাত্রা ৬০ ডিগ্রীর উপর উঠে যাবে! তবে বর্ষা এসে যাওয়ায় স্বস্তি। এই লেখা যখন প্রকাশিত হবে,ততদিনে ঝমঝমিয়ে বর্ষণের কাল শুরু হয়ে যাবে! এই চরম প্রতিকূল আবহাওয়াতেও কুলায়...