অসময়ে – চিন্ময় চক্রবর্তী
অসময়ে
চিন্ময় চক্রবর্তী
তুমি অসময়ে এসো।
সময়ের যূপকাষ্ঠে নিহত হোয়ো না।
যখন সময় শেষ, পৃথিবী ঘুমিয়ে গেছে,
সুমেরু পর্বত একা জেগে আছে শুধু,
তুমি সে সময়ে এসো।
বন্ধ হয়ে গেছে যদি দরজার তালা,
শেষ বাঁশি বেজে গেছে, শেষ সব খেলা,
পূজারী সেরেছে পুজো,
বেজে গেছে শঙ্খধ্বনি তার,
তারপর তুমি এসো।
আমার কাছেতে। বারবার।
তুমি অসময়ে এসো।
ঘুমাবো না আমি।
অদৃশ্য হবো না কোনো গভীর জঙ্গলে।
হারিয়ে যাব না কোনো ভীড়ে।
তুমি অসময়ে এসো।
খুব ধীরে ধীরে।
আমার তো তাড়া নেই।
আজকাল অখন্ড অবকাশ।
দু'কানের পাশ দিয়ে শীতল বাতাস বয়।
এখন শুনতে পাই।পাখি ডাকে,
দূরে কোনো মেয়ে, কোথাও তাকিয়ে আছে অপলকে চেয়ে,
পরিষ্কার দেখি আমি।
কোনো বাধা নেই।
ঝিম ঝিম ভাব নেই, দ্বেষ নেই।
অকারণে রাগ নেই। ঘৃণা নেই কোনো।
সান্ধ্য ঘন্টা বাজছে গো! কান পেতে শোনো।
কিছু শত্রু আজও আছে গুপ্তঘাতকের মত।
তবু তারা আজ সব মাথা নীচু করে ব...