ইউরোপ ভ্রমণ (সপ্তম পর্ব) : ভেনিস – বিজিত কুমার রায়
ইউরোপ ভ্রমণ (সপ্তম পর্ব) : ভেনিস
বিজিত কুমার রায়
রুটিন ধরে সকাল ৬টায় ওঠা, ৭টাতে ব্রেকফাস্ট আর ৮টার সময় বেরোনো। যদিও ১০-১১ দিনের ক্রমাগত ঘোরাঘুরিতে শরীর একটু টায়ার্ড তবুও কিছু করার নেই। আবার ৫ ঘন্টার বাস জার্নি। তবে বাসে কোনো ঝাঁকুনি না থাকাতে চাইলে পরে ঘুমের কোনো অসুবিধা নেই। সিটগুলিও খুবই আরামপ্রদ। তবে আমার বাইরের দৃশ্য মিস করার কোনো ইচ্ছা ছিল না। আমাদের এই জার্নিতে পুরোটাই আপেল আর অলিভ ক্ষেতের পাশ দিয়ে যাওয়া।
আমরা এসে পৌঁছালাম ভেনিস ম্যাস্ত্রো বলে একটি স্থানে যেটি মেনল্যান্ডে। এখানে একটি ভারতীয় রেস্টুরেন্টে লাঞ্চ সারা হলো।
এরপর ২৫ মিনিটের ফেরি সার্ভিসে আমরা ভেনিস পৌঁছালাম। ফেরিঘাটের সামনেই সব হোটেল রেস্তোরাঁ ইত্যাদি আর সবসময়েই যেন হইহই চলছে। বিক্রি হচ্ছে নানা স্যুভেনির, নানা রকমের মুখোশ। এই সামনের রাস্তাটি পুরোটাই যেনো একটি মেলা গ্রাউন্ডের মতো। নানা কিছু বিক্রী হচ্ছে। গান হচ্ছে একর্ড...