সম্পাদকীয় (দ্বিতীয় বর্ষপূর্তি) – দেবদত্ত বিশ্বাস
সম্পাদকীয়
আরও একটা বছর পেরিয়ে এলাম। বয়স বাড়লো আরও এক বছর। ঠিক দুবছর আগে অসুস্থ পৃথিবীর মানুষজনকে সুস্থ সাংস্কৃতিক পরিমন্ডল উপহার দেবার সৎ প্রচেষ্টা নিয়ে এই আন্তর্জাতিক,আন্তর্জালিক এবং নান্দনিক পত্রিকা কুলায় ফেরার জন্ম হয়েছিল ৷ নানান প্রতিকূলতা সত্ত্বেও সদস্যবৃদ্ধি, প্রকাশিত পত্রিকার বিপুল জনপ্রিয়তা,দেশজুড়ে বিভিন্ন শিল্পী ও শিল্পীগোষ্ঠীর কুলায় ফেরার নিবেদিত বহুমাত্রিক অনুষ্ঠান গুলিতে অংশ নেওয়া আমাদের এই উদ্দেশ্যের সার্বিক সফলতাকে সুস্পষ্টভাবেই প্রতিফলিত করে এবং নিরন্তর প্রেরণা যোগায় ৷ নিবেদনের বাইরেও নেপথ্য শিল্পীরা যেমন সম্পাদনায় সহায়তা,শিল্পী নির্বাচন,বিষয়চয়ন, গবেষণা,সামঞ্জস্য রেখে গ্রন্থণা লেখা এবং কারিগরি শিল্পীরা যাদের নিরলস পরিশ্রমে,আন্তরিক ভালোবাসায়,সীমাহীন আবেগ,দার্ঢ্য দায়িত্বশীলতায় এই কর্মকান্ডকে করে তোলেন সাফল্যমন্ডিত ৷ রাজ্য তথা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিষয়ের শিল্পীরা অ...