প্রমাণ – বিদ্যুৎ পাল
প্রমাণ
বিদ্যুৎ পাল
শহরের মাঝখান দিয়ে রেললাইন গেছে। আসলে মূল শহরের পাশ দিয়ে রেললাইন তৈরি হওয়ার পর তার ওপারেও প্রায় ততখানিই ছড়িয়ে পড়েছে শহর। ওপারে ছড়িয়ে পড়ার কারণ,এপারে তো রেললাইনের উল্টোদিকে নদী! পিঠ ঠেকে আছে! বাড়বে কী করে?
যাহোক ওপারটাই আমাদের এপার। আর মূল শহরটা ওপার। অফিস ধরতে,কলেজ বা বড় স্কুলে পৌঁছোতে ওপারে যেতে হয়। এমনকি এপারে যাদের ব্যবসাপত্তর তাদেরও মাল যোগাড় করতে ওপারে যেতে হয়। আর সবার একে অন্যের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকে যখন ছুটির দিনে সিনেমা,থিয়েটার দেখতে বা পার্কে,ময়দানে ঘুরতে,দামী বাজারে কেনাকাটা করতে ওপারে যেতে হয়। তারপরও আছে। মাঝেমধ্যে সার্কাস আসে,সেও ওপারে। মেলা বসে,ওপারে। এমনকি দুর্গাপুজোর মরশুমে বড়,নামকরা মন্ডপগুলোও সব ওপারে। গঙ্গার ওপারে যেতেও আগে শহরের ওপারে যেতে হয়। ট্রেন ধরতে অবশ্য, খুব বেশি জিনিসপত্তর না থাকলে ওপারে যেতে হয় না। নৌকো বেয়েই স্টীমারঘাটায় পৌঁছোনোর ...