সম্পাদকীয় – পৌষ সংখ্যা ১৪৩০ পার্বণী
সম্পাদকীয়
দেবদত্ত বিশ্বাস
সুখের মাস পৌষ মাস। আনন্দের মাস পৌষ মাস,উৎসবেরও। এই মাসের সঙ্গেই জড়িয়ে আছে বাঙালীর বিভিন্ন পার্বণ। কুলায় ফেরার আনন্দ ঘেরা পৌষ সংখ্যার নামও তাই পার্বণী। এমাসেই বিশ্বপিতার জন্মদিন। ইংরেজি সালের ২৫ শে ডিসেম্বর। এমাসেই আসে ইংরেজি সালের নতুন বছর। ১লা জানুয়ারি থেকে যা শুরু হয়। ঘন কুয়াশায় শীতের চাদরে মোড়া,ঠকঠক করে কাঁপার মাস হলো পৌষ মাস। আগুনে গা তাপিয়ে পিঠেপুলি খাওয়ার মাস পৌষ। কথায় বলে,মাঘের শীতে বাঘ পালায়। কিন্ত এবার যেন মনে হচ্ছে,তার আগে,এই পৌষেই বাঘ পালাবে! এ যেন টেস্ট ম্যাচে জিওফ্রে বয়কটের বিরক্তিকর ঠুকঠুকানি আর কুড়ি-কুড়ির স্লগওভারে মহেন্দ্র সিং ধোনীর চালিয়ে খেলা! সংক্রান্তি র আগেই তো শীতে জবুথবু বাংলা। গোটা পৌষ ঘুমিয়ে থেকে পৌষের শেষাশেষি পাহাড় থেকে সাগর,কুয়াশার চাদরে মোড়া বাংলা যেন কবিগুরু র কথায়.."হিমেল ঘন ঘোমটা খানি,ধুমল রঙে আঁকা.."!নতু...