ঘুমন্ত পৃথিবী ঘর গাছ – দীপন মিত্র
ঘুমন্ত পৃথিবী ঘর গাছ
দীপন মিত্র
রাতের আকাশ থেকে আমি আর ফিরব না
আমি আর ফিরব না শৈশবের ঘর থেকে
অলিগলি রাস্তা ঘাট সে শহর, ছাড়ে না আমায়
প্রতিটা পথের গন্ধ আমার নিঃশ্বাসে বাস করে
আমি আর ফিরবনা সে শহর থেকে
কী ধূসর, শহরের পুবদিকে শেষ প্রান্ত
ক্ষয়ে গেছে রেল গুমটি, প্ল্যাটফর্ম!
যে পথ যতটা গেছে আরো যাবে, যাক
অতীতের থেকে ফেরা যায় না কখনো
ফাল্গুনের দ্বিপ্রহরে হঠাৎ ঝড়ের বেগে পাতারা আকাশ ছেয়ে ফেলে
শিরীষ বৃক্ষের নীচে দাঁড়িও তখন…. ফিরব না
বছর দশক যুগ ধরে আমি এক পাথরের মতো
একটি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি
আমি আর ফিরব না, ফিরব না আর
*****************************************
...