আমার প্রেম আছে আলোর কাছে – ডঃ অনুপ দত্ত
আমার প্রেম আছে আলোর কাছে
ডঃ অনুপ দত্ত
আমার প্রেম আছে
আলোর কাছে
বহুদিন ধরে যত্নে রাখা
এই ধন
হৃদয়ে সঞ্চয়, তাই হারাই সর্বক্ষণ
দানপত্র করে দিতে চাই,
কোথায় পাবো সেই জন৷
০
আমার এক চালাঘর আছে
ঝোলায় ভরা
অযত্নে রাখা মনের মাঝে
গোছানো উঠোন
তুলসী মঞ্চ ঘিরে আছে
ফুল মাধবী কানন
জোনাক জ্বালে সাঁঝের আলো, শ্রাবণ ধারা যেমন৷
০
আমার এক বোষ্টমী সখা আছে
এখানে তার হৃদয় গানে
মাধব বেড়ায় হেসে
এখানে জীবন অর্থ খোঁজে
রবীন্দ্র নজরুল বেশে
এখানে সূর্য আপন রঙে হোলি খেলে যায় অনুক্ষণ
এখানে যেন ঘরপোড়া গরু হৃদয়ে ভয়,হারাই মন সর্বক্ষণ৷
৹
এখানে আমার প্রেম আছে
আলোর কাছে
আলোয় ভরা জোনাক ঘেরা
তুলসী মঞ্চে শ্রদ্ধা জোড়া
সবই আছে হৃদয়ে দুঃখ হরা,
এখানে ভৌগোলিক কাঁটাতার বেশে-
আমি শুধু নাই আমার অনন্ত নিরিবিলি দেশে ৷
**************************************************
ডঃ অনুপ দত্ত পরিচিতি:
কবি অনুপ ...