ঘূর্ণিঝড় (আমফান) – অভিজিত বেজ
ঘূর্ণিঝড় (আমফান)
অভিজিত বেজ
সেদিন ছিলো অন্যরকম বিকেল
জানতো সবাই আসছে ধেয়ে ঝড়-
উদ্বেগ চোখে তাকিয়ে আকাশপথে,
কাঁপলো হৃদয় জাগলো ভয়ঙ্কর।
বন্য সে ঝড় মস্ত হাতে,
উপরে নিলো সাজানো গাছের সারি
উড়িয়ে নিলো সুখের ঘরের চালা,
আছড়ে ভাঙ্গলো মলিন ভাতের হাঁড়ি।
মত্ত প্রলয় প্রবল কঠিন রোষে,
ফেললো ছিঁড়ে কোমল বইয়ের পাতা-
কাড়লো অনেক শহর গ্রামের পুঁজি,
রুটির যোগান দোকান ঘরের ছাতা।
ভীষণ প্রলয় হটাৎ অসময়ে,
ভাসিয়ে দিলো নদীর দুকূল জলে-
দেখলো মানুষ অসহায়ের মতো,
আর্ত চোখে ধ্বংস কাকে বলে।
***********************************************
...