“বলি শোন্” – কঙ্কণা সেন
"বলি শোন্"
কঙ্কণা সেন
এই মেয়ে,তুই কাজল পড়্
চোখদুটো ডাগর কর
কেউ যেন না বুঝতে পারে
কতো অশ্রু জমাট বেঁধে
ঐ নয়ন মাঝারে।
এই মেয়ে, তুই রঙ মাখিস
শুকনো ওষ্ঠাধরে
কেউ না যেন করে আঁচ
কতো ঝড় বইছে রোজ
তোর হৃদমাঝারে।
শুনছিস মেয়ে,মুখখানাকে রঙিন কর্
রঙতুলির আলপনায়
গাঢ় রঙ ফুটিয়ে তোল
কেউ যেন ভেবেই না পায়
মুখের পরে রইছে মুখোশ।
বলি শোন্,হাসিটা মুখে ঝুলিয়ে রাখিস,
ফেসবুকে রোজ স্ট্যাটাস দিস
নব সাজে নব রূপে
অভিনয়ে নিপুণ হোস।
জীবন নদী চলেছে বয়ে
ক্ষণিক সুখ ,তার কতো ক্লেশ
কেই বা জানে,কেই বা বোঝে
কোথায় হবে কার যে শেষ।।
**************************************************
কঙ্কনা সেন পরিচিতি
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা - শিক্ষকতা।
...