মৃত্যু নগরী – কাকলি সেন
মৃত্যু - নগরী
কাকলি সেন
এ যাবৎ নিভে থাকি বেশ,
শূন্য পাতা,না বলা কথা নিয়ে অবশেষ।
দুপুর তামাদি হলে,
আঁধার ভীড় করে আসে
কিছু ভালোবেসে।
গাঢ় হয় ,দৃঢ় হয় স্নেহশৃঙ্খল,
ধূলি ধূসরিত খাতা,স্মৃতিসম্বল।
কথা ছিল নত হবো,দ্রব হবো,
আজান ভোরে,
দেখা হবে,লেখা হবে কোনো
অজানা চত্বরে।
নেই তট,নেই ঘাট,নদীও স্হবির,
ভাঙন ধরেছে বুকে নেই সেই তীর।
অতীত জমছে ক্রমে নস্টালজিয়া
হিসেব মেলেনি আজও প্রেম-পরকীয়া।
মানুষ একলা শব শূন্য সারনী
ভীড় আছে,হাত নেই বুঝতে পারিনি।
ধার করা স্মৃতি লেখে প্রেম,প্রাপ্তি,ঋণ,
যা কিছু হয়নি বলা গোপন গহীন।
শব্দের ভীড় নেই,নিভৃতবাস
নয়নে বাস্পবারি শোক জলোচ্ছ্বাস ৷
হে আমার গতজন্ম,আরণ্যক মন,
নতজানু হই মোরে দাও উত্তরণ।
বিভেদ দূরে থাক করো নির্মোক,
পদ্যের সাথে সেই গল্পটা হোক।
দেশ বেশভূষা যাক দূরে বহুদূরে,
ধার্মিক নিক ছুটি আপাত মন্দিরে।
মসজিদে সন্ন্যাসী লালন আওড়া...