সম্পাদকীয় ‘বিহানবেলায়’ তৃতীয় বার্ষিকী
সম্পাদকীয়
'বিহানবেলায়' তৃতীয় বার্ষিকী
বছর তিন আগে মেদিনী ভেদ করে মাথা তুলে দাঁড়ানো সুগন্ধময় শিশু পর্ণখন্ডটি এখন পল্লবিত এবং পুষ্প শোভিত। ডালপালা ছড়িয়ে যেন বহু বিস্তৃত এক পুষ্পবন।
বাঙলার ঋতুচক্রের আবর্তন সঞ্চালিত হয় নিয়মিত। গ্রীষ্মের শুষ্ক তপ্ত দিনগুলির শেষে,বাদল ছোঁওয়া লেগে নবপত্র শোভিত সবুজ মেঘে ঢেকে সে তখন যেন নতুন জীবনের বার্তা বয়ে আনে। এরপরেই ঝলমলে রূপোলী কাশবনের হাসিতে মুখর এক শ্বেতলীনা! আলো ছড়িয়ে দেয় দিক থেকে দিগন্তরে। শিউলি দিন শেষ হলে,পাতা খসানোর পালা সারা হলে,পার্বণে মেতে ওঠে। আর? দীর্ঘ বর্ষ শেষে,আবাহন করে নূতনকে,নব সূর্যরশ্মি মাখা কুসুম কুসুম বিহান বেলায়।
কুলায় ফেরা'র নববর্ষ সংখ্যা 'বিহান বেলায়' র প্রথম সংখ্যা প্রকাশিত হয় বাংলা ১৪২৭ সনে। পর পর প্রকাশিত হতে থাকে নির্ধারিত সংখ্যাগুলি। এর মধ্যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয় 'ফেসবুক লাইভে'।
উল্লেখ্য বিষয়,ভার্চু...