অনির্বাণ – বিশ্বজিৎ সেনগুপ্ত
অনির্বাণ
বিশ্বজিৎ সেনগুপ্ত
—---------------------------
চুল্লিটা নিভিয়ে দিও না,
ওকে জ্বলতে দাও।
ওর গভীর বুকের পাঁজরে,
লেখা রয়েছে অনেক গল্পকথা।
বহু অভিমানের সাক্ষী,
অনেক হতাশার ইতিকথা।
মনের ক্ষতে প্রলেপ দেওয়ার মলম।
কারো জানা নেই।
মুক্তির খোঁজ মেলে,
ওই দগদগে আগুনে।
জীবনের সায়াহ্নে এসে,
সব সত্যিগুলো যখন,
মিথ্যা হয়ে যায়,
তখন চুল্লিটা জ্বালিয়ে রেখো।
আধুনিকতার সাথে সাবেকিয়ানার,
চিরন্তন শত্রুতা ।
মেলালেও মিলবে না কিছুতেই।
হিসাবের খাতা খুললে,
ব্যালান্স সিট বিগ জিরো।
শত অপমান লাঞ্ছনা পেরিয়ে,
যাকে আপন করি।
বিচারের তুল্য...