গুড মর্নিং – সাথী সেনগুপ্ত
PC: vito technology
গুড মর্নিং
সাথী সেনগুপ্ত
এ বাড়িতে এক চিলতে আলো ঢোকে না। সারা দিনে কোন সময়েই না। এর চারপাশে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি । তারই মধ্যে কি জানি, কিভাবে ওই একতলা পুরনো বাড়িটা রয়ে গেছে। ছোট দু কামরার বারান্দা ওয়ালা বাড়ি। সামনে চৌকো মত উঠোন। উঠোনের কোণে পুরনো ঝাঁকড়া আমগাছ। কোণায় একটুখানি কুয়োতলা। সবটাই স্যাঁত স্যাঁত করছে। এই খোপ থেকে বেরোবার রাস্তা সামনের দুটো ফ্ল্যাট বাড়ির মধ্যবর্তী দুহাত চওড়া গলিটুকু। এই ফ্ল্যাটের জঙ্গলে কি করে যে ওই একতলা বাড়িটা রয়ে গেছে সেটাই আশ্চর্য। হয়ত এ অঞ্চলটা এক সময়ে উদ্বাস্তু কলোনি ছিল। পরে আইন টাইন হয়ে সকলেই সত্বাধিকার পায়। নিজস্ব দলিল পায়। তারপর প্রমোটার রাজের দৌলতে খুপরি খুপরি ফ্ল্যাট তৈরি হয়েছে। এ বাড়িটাই শুধু বাদ রয়ে গেছে।এ বাড়িতে থাকে একটা বুড়ো। একাই থাকে। বয়স সাতাত্তর আটাত্তর হবে। নিয়ম অনুযায়ী বুড়োরও বুড়ি ছিল। সে বুড়ি গত হয়ে...