দৃশ্য সুখ – বনানী ভট্টাচার্য
দৃশ্য সুখ
বনানী ভট্টাচার্য
মাঝেমাঝে তুমি নদী হয়ে যাও
বৃষ্টির আলপনা নিয়ে উত্তাল যেন
চুপচাপ দেখতে থাকি আমি
আঁচল বিছিয়ে দিই একসময়
যদি ছুঁয়ে দাও একটিবার!
মাঝেমাঝে তুমি আকাশ হয়ে যাও
শুক্লা ত্রয়োদশীর আলো খুঁজতে থাকি আমি
খোলা ছাদে ছুটে ছুটে যাই জানো?
অন্তত যদি একবার দুচোখে ধরা দাও!
মাঝেমাঝে অধরা সময় হয়ে যাও তুমি
কেমন অনায়াসে এ জানালা, ও জানালায় অপেক্ষা সাজিয়ে রাখো!
আমি নির্বাক, নিঃশব্দে তোলপাড় হই অহর্নিশি
সদর-অন্দরের বাতিগুলো জ্বেলে দিই একে একে
শূন্যের মধ্যে আরেক শূন্যতাকে ধরে রেখে....
**********************
...