মিঠে রোদ – বনানী ভট্টাচার্য
মিঠে রোদ
বনানী ভট্টাচার্য
আকাশকুসুম ভাবনা থেকে রোদের জন্ম হোক
মিঠে ছোঁয়ায় সকালবিকেল সুখী দুটি চোখ
বর্ণহীন এক দিগন্তে সে টানুক রঙের তুলি
আমলকী বাগানেও তখন রোদের কোলাকুলি
বিচ্ছেদ না, তবুও কোথাও মনের দরজা বন্ধ
তারপরেও গোলকধাঁধা, হৃদয়পোড়া গন্ধ!
আরও আছে, অভিমানের রঙিন গুঞ্জরণ
অপেক্ষা, আর অপেক্ষারই ব্যথার সাতকাহন
নীলের সাথে সবুজ মেশার ইশারা আকাশময়
ভালো না লাগা ভুলে যদি রোদের জন্ম হয়।।
*****************************************
...