অচেনা একজন – রিমিতা কর
অচেনা একজন
রিমিতা কর
আজ সারাদিন রাহীর সাথে একবারও কথা বলার সময় পায়নি অত্রি। হাতের কব্জি উল্টে সে দেখল সন্ধ্যে ছটা। রাহীর লাস্ট মিসড কলটা বোধহয় বিকেল তিনটেতে এসেছিল। একবার নয় পরপর তিনবার। অত্রি তখন মিস্টার তলাপাত্রর কাছ থেকে আগামী সাতদিনের অ্যাসাইনমেন্টটা বুঝে নিচ্ছিল। মিস্টার তলাপাত্র অত্রির বস এবং এই রিজিয়নের জোনাল ম্যানেজার। বয়স মধ্য চল্লিশ। লম্বা ফর্সা ফ্রেঞ্চ কাট দাড়ির সাথে দামী গোল্ডেন ফ্রেমের চশমা। যেমন স্মার্ট তেমন খুঁতখুঁতে আর ডিসিপ্লিনড। আরও একটা আশ্চর্য গুন ওনার আছে। লোকটা চোখ দেখে মন পড়তে পারে। এই একটা কারনে অত্রি রীতিমতো তলাপাত্র কে ভয় পেয়ে চলে। সত্যিই আশ্চর্য ক্ষমতা বলতে হবে। এই যেমন কিছুক্ষণ আগে তলাপাত্র নতুন প্রোডাক্ট নিয়ে অত্রিকে বোঝাচ্ছিল। সামান্য বিষয় নিয়ে লোকটা এত ডিটেলে বলে যে অত্রির ঘুম পেয়ে যাচ্ছিল। টিফিনের পর ঠান্ডা ঘরে বসে এত বকবকানি শুনলে কার না ঘুম পাবে। ...