ভাষা এবং … শ্রাবণী বসু
ভাষা এবং ...
শ্রাবণী বসু
পংক্তির আড়ালে বসে
নিভৃত মনের ভাবনাগুলোকে
ঢালা উপুড় করি-
রেললাইনের উপর ট্রেন ছুটে চলে
নদীর বুকে ঝুলন্ত ছোট্ট সাঁকোটির মতো
কেঁপে কেঁপে উঠি
ভয় ভাবনা ভালোবাসার মিলিত অনুরণন
বারবার নতুন করে ভাবতে শেখায়।
কারো কারো শব্দ বাক্য
তিরতির বয়ে চলা নদীটির মতো।
তাদের মুখনিঃসৃত কথা শুনলে
দু-দন্ড শান্তি মেলে।
ভাষা যাদের চোখের মণি, বুকের বর্ম -
মাঠে মাঠে তাদের
সোনালি ধানের ফসল
ইচ্ছে হয়, যৌথ খামার গড়ে
অক্ষরসাধনা করি একসাথে।
কথা যাদের - যাগ-যজ্ঞ-হোম
কথা যাদের মৃতসঞ্জীবনী,
ঋষির মতো তাঁরা তপস্বী
তাঁদের কথায়,খইয়ের মতো সাদা
অজস্র ফুল পাপড়ি মেলে দেয়
নিঃশব্দে,নিভৃত অরণ্যে
ইচ্ছে হয়,সব কটি কথা কুড়িয়ে এনে
বুকের ভিতর গোলাঘরে রেখে দিই।
*********************************************
পরিচিতি: শ্রাবণী বসু
পেশা শিক্ষকতা। কবিতা যাপনে যে সুখ পান,তেমনটি আর কোথাও পাননা। আর...