সন্ধ্যার মিলনমেলা : প্রণব আচার্য্য
সন্ধ্যার মিলনমেলা
প্রণব আচার্য্য
সন্ধ্যা যখন নামে,
মন এই আশাতেই থাকে।
যে তারারা লুকিয়েছিলো দিনের আলোতে,
মিটিমিটি হয়ে জ্বলবে এবার নীল আকাশেতে।
জ্বলবে প্রদীপ তুলসী তলায় শঙ্খ ধ্বনি দিয়ে,
আনন্দে মোরা মেতে উঠবো সবাইকে নিয়ে।
সন্ধ্যার তমসা ছায় যখন চারিদিকে,
গৃহগুলি হয় রোশনাই কৃত্রিম আলোকে।
খুশির জোয়ার বয় প্রতি ঘরে ঘরে,
ফিরবে ঘরে তারা, যারা গিয়েছে বাইরে।
সন্তানেরা চেয়ে থাকে বাবার প্রাতিক্ষায়,
বধূরা থাকে চেয়ে তাদের স্বামীর অপেক্ষায়।
এমন শ্রেষ্ঠ সময় আছে নাকি আর ?
পরিবারকে মিলিত করে একই ছাদের তলায়,
ফিরিয়ে আনে ঘরে ঘরে খুশির জোয়ার,
সন্ধ্যাই হয়ে ওঠে শুভক্ষণ সবার মিলনমেলার।
********************************************
প্রণব আচার্য্য পরিচিতি :
বি. কম (অনার্স), কাব্য ও সাহিত্য চর্চায় অনুরাগী। সম্প্রতি কিছুদিন আগে থেকে কলম কে সাথী করে পথ চলা। ...