স্বাধীনতা – সন্দীপ মুখার্জী
স্বাধীনতা
সন্দীপ মুখার্জী
নিশীথরাতের অগ্নিবাসর---
নেশাতুর নৃত্য দোদুল
ছায়াঘন কায়া সকল,
বিচিত্র এক জীর্ণ স্থাবর !
পড়ে পাওয়া চোদ্দ আনার
স্বাধীনতায় তারাই মুখর ;
অবক্ষয়ের ভাঙন মাঝে
রাঙা চোখের এ কোন আখর ??
চল নীলিমা, অনেক হলো !!
শাল সেগুনের গন্ধ মাখি---
ধামসা মাদল পলাশ রাঙা,
লাল ফাগুয়ার নেশায় সখী।।
মন মহুয়ার মনমহলে
বেণীর দোলায় বাঁধন খুলি---
লালিগুরাসের ছায়াতলে,
অচিন পাখির মায়া কাকলি।
তার ধুনে আয় 'বিহু' নাচি---
রাজার আগল খুলবো আজি,
চল নীলিমা দু'জনেতে
স্বাধীন হয়ে আবার বাঁচি।।
************************************************
সন্দীপ মুখার্জী পরিচিতিঃ
কলকাতা নিবাসী এই কবি শিক্ষা গ্রহণ করেছেন চারু ও কারু কলা বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে। ইন্ডিয়ান পেইন্টিং বা অবন ঠাকুর, নন্দলাল বসুর ঘরানার ছাত্র হয়েও, পরবর্তীতে ঘরানার গন্ডী পেরিয়ে বিমূর্ততার মাধ্যমে রঙ, রূপ, সুর ও কথ...