বুদ্ধদেব গুহঃ একটি বর্ণময় জীবনের কথা (১৯৩৬-২০২১) – প্র ত্যু ষ সে ন গু প্ত
বুদ্ধদেব গুহঃ একটি বর্ণময় জীবনের কথা (১৯৩৬-২০২১)
প্র ত্যু ষ সে ন গু প্ত
উল্ ঝি সুল্ ঝি রহনে দেও
কিঁউ শর পর আফৎ লাতি হো ?
দিল্ কা ধড়কন বাহ্ড়তি হ্যায় ...
যব বালোঁ কো সুল্ ঝাতি হো".....
তুমি উসকোখুসকো ই থেকো। সেজেগুজে,পরিপটি চুলে আমার মাথায় নতুন বিপদ ডেকে এনো না। তুমি কি জানো না,তুমি সুন্দর করে সাজলে আমার বুকের ধুকপুকুনি টা বেড়ে যায়?
এই হলেন বুদ্ধদেব গুহ। চির রোমান্টিক, চির প্রেমিক। হলুদ বসন্ত উপন্যাসে সুসজ্জিতা নয়নাকে দেখে ঋজুর মনে এই শায়েরীটাই যে মনে হলো। ওঁর চোখে দীর্ঘ কেশরাশি কে সমুদ্রের ঢেউয়ের মতন মনে হতো। বাতিঘরের সেই দক্ষিণী তরুণী উপম্মা,অথবা বাতিঘরের তলে ইঞ্জীনিয়ার জয় চ্যাটার্জির অনুভবে তামিল তরুণীর স্পর্শ নিয়ে রোমশ কাঠবিড়ালির তুলনা? অসাধারণ। কলেজ জীবনে ওঁর লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছি কতবার!চির প্রেমিক, অসাধারণ টপ্পা গায়ক,অঙ্কণ শিল্পী, স্বর্ণকলমের লেখক, শিকারী, বন্ধু ...