জ্যোতির্লিঙ্গ কেদারনাথ – বিজিত কুমার রায়
জ্যোতির্লিঙ্গ কেদারনাথ
বিজিত কুমার রায়
"ঐ যে দেখা যায় কেদারনাথধাম --- মন্দাকিনীর ওপারে
যেথা শান্ত হইবে চরণ যুগল -- তৃপ্ত হবে মন প্রাণ
দীর্ঘ বাসনা পূরণ হইবে -- জপ জপ শিব নাম ।
আমাদের স্বর্গারোহন শুরু হয়েছিল গৌরীকুন্ড থেকে। তার আগের পথটুকু এসেছিলাম হরিদ্বার থেকে বাসে কলকাতার একটি ট্র্যাভেলস এর সাথে। তারপর গৌরীকুণ্ডে রাত্রিবাস করে পরদিন রওয়ানা বাবার ধামের উদ্দেশ্যে। দীর্ঘ ১৪ কিমি পাহাড়ি রাস্তা ভেঙে ১১৭৫৩ ফুট ওপরে বাবার মন্দিরে উঠতে হবে। রাস্তাও সেই ভাবে সুষ্ঠু ভাবে বাঁধানো নয়। অবশ্য আমরা গিয়েছিলাম ২০০৯ সালে। এখন তো সেই রাস্তাই আর নেই, আরো নেই সেই গৌরীকুন্ডের জনপদ।
ঐ যে বলেনা তুমি যাও বঙ্গে, তোমার কপাল যায় সঙ্গে। আমাদের তাই দশা হলো। ভোরবেলা আগের দিন ঠিক করে রাখা পনি পাওয়া গেলোনা কারণ নাকি ঘোড়ার মড়ক লেগেছে। তাই কিছুটা চৌদোলাতে আর কিছুটা পদব্রজে যাত্রা। যাত্রার দীর্ঘ বিবরণ দেওয়ার ইচ্ছা নে...