কুলায় ফেরার বর্ষাবরণ অনুষ্ঠান ‘শাওন গগনে’র দ্বিতীয় দিনের প্রতিবেদন
এগারোই জুলাই রবিবার সন্ধ্যায় 'শাওন গগনে',কুলায় ফেরার বর্ষাবরণের দ্বিতীয় পর্বের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ন'জন কলাকুশলী যাঁরা তাঁদের গুণপনার প্রকাশে এই অনুষ্ঠানকে করে তুলেছিলেন সর্বতোভাবে উপভোগ্য। এদিন ছিল "কুলায় ফেরা"র ফেসবুক পেজের প্রথম সরাসরি সম্প্রচার৷ অনুষ্ঠানের সুত্রপাত বহরমপুরের প্রেরণা মুখার্জির নৃত্য পরিবেশনা 'মেঘ বলেছে যাব যাব' দিয়ে ৷ তাঁর অনুপম নৃত্যশৈলী প্রমাণ করে তাঁর সহজাত নৃত্য পারদর্শীতা,যা এক সংগীত নৃত্য মুখর আবহের শুভ সূচনা করে। বহরমপুরের আরো এক কিশোর শিল্পী সুপর্ণ ত্রিপাঠী পরিবেশন করেন জয় সরকারের সুরে অত্যন্ত জনপ্রিয় গান 'দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে'। তাঁর সাবলীল ও অপূর্ব গায়নশৈলী উপস্থিত দর্শক শ্রোতাদের মনে ভালোলাগার রেশ ছড়িয়ে দেয়। এই মুগ্ধতার রেশকে টেনে নিয়ে যায় কলকাতার গোপা ভরদ্বাজের আবৃত্তি পরিবেশনা রবীন্দ্রনাথের 'বর্ষার দিনে'। প্রেমে উদ্বেল হয়ে ওঠা ক...