Shadow

আশীর্বাণী – শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়

‘কুলায় ফেরা’ কে শ্রদ্ধেয় কথাসাহিত্যিক

শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের আশীর্বাণী 

3 Comments

  • Debdatta Biswas

    ‘ ওঁ তমসো মা জ্যোতির্গময়’ – হে ঈশ্বর , আমাদের নিকষ অন্ধকার থেকে স্নিগ্ধ আলোক ভুবনের সাথী করো। আপনি গুরুদেব, আলোকবর্তিকা, বিদ্যাবতীর বরপুত্র ! আপনার দেবজ্যোতির আভা , উষ্ণতায় আমাদের দুর্গম পথ, স্নিগ্ধ আভাসে ভরে উঠলো। অসুরের বল কে দৈবী শক্তিতে রূপান্তরের এই শারদীয়া কালে আপনার আশীর্বাণী আমাদের শতগুনে বলীয়ান করলো । শ্রীরামকৃষ্ণের কৃপায় আপনি সুস্হ্য থাকুন ও আপনার আশীর্বাদের হাত আমাদের মাথায় সর্বদা রাখুন ‘কুলায় ফেরা’ র তরফে এ আমার আন্তরিক আবেদন ও সন্তান সুলভ আবদার।
    জয় মা জয় মা জয় মা।।

  • দেবলীনা সরকার

    আপনার অগণিত পাঠককুল ভক্তবৃন্দ দের মধ্যে বিন্দুসম এই পাঠিকা চিরকালই আপনার গুণমুগ্ধ।
    সংযত রুচিবোধ, আত্মসম্ভ্রম সুসংহত মননশীলতার মাধ্যমে কুলায় ফেরাকে ত্বরান্বিত করার লক্ষ্যে, আপনার আশীর্বাণী আমাদের অনুপ্রেরণা, আমাদের পাথেয়। আপনার নীরোগ ও সুস্থ জীবন প্রার্থনা করি।।

  • প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়

    বাংলা কথাসাহিত্য ও শিব্রাম দি গ্রেটোত্তর বাংলা রম্যসাহিত্যের অবিসংবাদী পুরোধা, আমার মতো অগণিত ভক্তের প্রিয়তম সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের আশীর্বাণী আমাদের সযত্নে লালিত স্বপ্ন “কুলায় ফেরা”-র আগামীর পথকে আলোকময় করে তুলবে, এ-ই আমাদের আকাঙ্ক্ষা।
    পরমপিতা পরমেশ্বর আপনাকে সুস্থ, সুন্দর, আনন্দময় দীর্ঘ জীবন দান করুন, এটুকুই চাওয়া।

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!