Shadow

স্বাধীনতা পঁচাত্তর – পারমিতা গাঙ্গুলী

স্বাধীনতা পঁচাত্তর
পারমিতা গাঙ্গুলী

স্বাধীনতা মানে মুক্ত বাতাস  মুক্ত চিন্তাধারা
স্বাধীনতা মানে বিরুদ্ধ মতও সজোরে বলতে পারা।
স্বাধীনতা মানে আমার ফসলে আমিই হকদার
স্বাধীনতা মানে শবরীমালায় সমান অধিকার।
স্বাধীনতা মানে আমার ধর্ম আমার একান্ততা
স্বাধীনতা মানে রাত বারোটায় নির্ভয়ে বাসে ওঠা।
স্বাধীনতা মানে ফিরে ফিরে দেখা পরাধীনতার স্মৃতি
স্বাধীনতা মানে শত শহীদের আত্মত্যাগের গীতি।
স্বাধীনতা মানে দিনবদলের স্বপ্ন অন্তহীন
স্বাধীনতা মানে প্রতিটি শিশুর হাসিমুখ অমলিন।
স্বাধীনতা মানে দোকানে দোকানে ছাড়ের পশরা নয়
স্বাধীনতা মানে অমূল্য এক সম্পদ অক্ষয়।

আজাদী উৎসব দিল পঁচাত্তরে পা
উৎসব শেষে সমস্ত রঙ ফুরিয়ে ফেলোনা
স্বাধীনতা থাক…. জীবনে যাপনে নিঃশ্বাসে প্রশ্বাসে
স্বাধীনতা থাক…. মায়ের মতোই অবিচল আশ্বাসে।
************************************

 

 

 

 

 

 

 

 

পারমিতা গাঙ্গুলী পরিচিতি

গত একত্রিশ বছর জীবনবীমাকর্মী। ছোট থেকে বই পড়ার নেশা। কবিতার সঙ্গেও‌ সেই তখন থেকেই বন্ধুত্ব। স্বামী এবং একটিমাত্র কন্যা সংসার বলতে এই।এর বাইরেও একটি NGO র সঙ্গে যুক্ত। যত কমই হোক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে ভাল লাগে ।

1 Comment

  • সুমন্ত মিত্র

    ভালো লাগলো,ভালো থাকবেন, আর কাছের সবাই কে স্বাধীন ভাবে ভালো থাকতে উৎসাহিত করবেন।

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!