Shadow

কিচির মিচির

A scenery of beach side in night – তানিশা গুহ
তানিশা গুহ

রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দির এ অষ্টম শ্রেনীর ছাত্রী। আঁকতে ভালোবাসে।
************************************************

অঙ্কন – অহিতাগ্নি সিংহ

অহিতাগ্নি সিংহ, বরানগর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ছাত্র।  আঁকতে ভালোবাসে।

**********************************

অঙ্কন – রাজবীর মুখার্জি
রাজবীর মুখার্জি

**************************************

অঙ্কন – শতরূপ হালদার
শতরূপ হালদার
হবি – আর্ট এবং ক্র্যাফট

****************************************

অঙ্কন – শুভপ্রিয় মন্ডল

শুভপ্রিয় মন্ডল – বয়স ১০। কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ এর ছাত্র। ফুটবল খেলতে ভালোবাসে।
*********************************

* দুগ্গার বর*

সাত্যকি লাহিড়ী

দুগ্গা ঠাকুর দুগ্গা ঠাকুর
              চলে এসো এবার,
তোমার আসার সময় টিতে
                 পড়াশোনায় ছাড়।
মহিষাসুর বধ তো হলো
            দিয়ে দশটি হাত –
করোনাসুর কেমন করে
      করবে  কুপোকাত ?
যাই গো যদি পাখি হয়ে
                  আকাশপানে উড়ে,
মাস্ক,স্যানিটাইজার ছুঁড়ে ফেলে
       খেলব ঘুরে ঘুরে ৷৷
মাগো,এমন  দাও নাকো বর?
                      পাখিই যেন হই,
ইচ্ছে মতো উড়বো,থাকবে –
                  না কোনো পড়ার বই।
করোনাসুর,পুলিশকাকুর
                  থাকবে না তো ভয়,
বলবে না কেউ মাস্ক পড়ে নাও
                     করোনা যদি হয়!
বধ করো এই অসুর টাকে
                  তোমার দশটি হাতে –
চারটি দিনই করব মজা
               ঘুরব তোমার  সাথে।।
*****************************

সাত্যকি লাহিড়ি: স্কুল-পাঠভবন,বয়স-৯,গান করতে,আর খেলতে ভালোবাসে।

 

 

 

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!