রাগে অনুরাগে – সুরজিত সরখেল
রাগে অনুরাগে
সুরজিত সরখেল
কতদিন পর সুধাময় লোকাল বাসে উঠলো। আসলে উঠতে বাধ্য হল। করোনা অতিমারী একেবারে চলে যাবার পর,যখন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছন্দে ক্রমশ: আসতে শুরু করেছিল, ততদিনে অনেক অভ্যাস আর বদভ্যাসও,মানুষ একটু একটু করে ভুলতে বসেছিল। যেমন, অফিস থেকে মেট্রো করে শ্যামবাজারে নেমেই ঘোষ দা,বোস দা,তন্ময়,আর সুধাময় উত্তর পূর্ব দিকে একটা ছোট্ট তেলেভাজার দোকানে নিয়ম করে প্রতিদিন গরম গরম পেঁয়াজি আর আলুর চপ গোগ্রাসে গিলতো! সেটা আবার অফিসের হেড ক্যাশিয়ার নীলিমা সেনের চোখে একদিন পড়েছিল। বেশ রাশভারী,গম্ভীর,মেজাজি ভদ্রমহিলা,চোখ সরু করে সুধাময়ের দিকে তাকিয়ে বলেছিল,"এই ভর সন্ধ্যেবেলায় রাস্তায় দাঁড়িয়ে তেলেভাজা না খেয়ে বাড়িতে গিয়ে হাতমুখ ধুয়েই তো খেতে পারতেন! যত্তসব! আপনাদের দেখে মনে হচ্ছে কতগুলো ষাঁড় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাবনা কাটছে !”ভীষণ রেগে গিয়েছিল ওরা সবাই। আসলে...