
আজ যে সূর্যম্পশ্যা – অর্চনা মহান্তি
আজ যে সূর্যম্পশ্যা
অর্চনা মহান্তি
সূর্যের দিকে মুখ করে হাঁটিনি কখনো;
এক আঁজলা আধুনিক-আলোও মাখা হয়নি এখনো আমার পূর্ণ অধিকারে
সামাজিক বিধানের ভারে।
সনাতনী সংস্কারে---আজন্মের অসূর্যম্পশ্যা আমি;
বড় সাধারণ,পরিচিতি হীনা সস্তা-অনামী।
বরাবর সূর্যকে আড়ালে রেখে হেঁটে চলেছি নিজের সমাধি ক্ষেত্রের নির্জন নিস্তব্ধতায়,
বিষণ্ন মমতায়।
কখনো আবার গেছি ভগ্ন কোন উপাসনা মন্দিরের পাথরের দেবতার প্রসন্নতায় কৃতার্থ হতে,
একমুঠো প্রসাদী খই আশীর্বাদ পেতে।
যে মন্দিরে আজ দেবতাই নেই আদৌ,বা ছিলনা কোনদিন,কোনকালে;
আমিই দেবদাসী সেজে নেচে গেছি তালে-বেতালে।
অপদেবতা খেয়ে গেছে ভোগের আলোচাল,দুধ-কলা-মধু,
পড়ে আছে শুকনো ফুল,মালা,বেলপাতা শুধু।
দেবতাকে উৎসর্গীকৃত স্বল্প ভোগে মেটেনি তার দানবীয় খিদের তাড়না
বুভুক্ষু অনন্ত খিদের বাসনা ।
প্রচণ্ড উষ্মায় বিখন্ডিত করেছে আমাকে বিদ্বেষের ধারালো কুঠারে;
নিষ্ঠুর-নির্মম প্...