মিলিয়ে যাওয়া – সুবীর গুহ
pc.. News 18 Bengali
মিলিয়ে যাওয়া
সুবীর গুহ
সেই কবেকার ছোট্ট কথা আজো তাকে দগ্ধ করে,সেই কবেকার মলিন স্মৃতি হৃদয়-জোড়া, সংগোপনে।অনেক কথায় সায় ছিল না আকাশে তার মুক্তি ছিল,অনেক কথা,কথার কথা তবুও তার যুক্তি ছিল।হাতে তখন অনেক তুলি রংয়ের বাহার হৃদয় জোড়া,হাতের ভাগ্য কপাল ছুঁয়ে সবাই অশ্বমেধের ঘোড়া।
গড়ের মাঠে রোদ পোহানো শীতের দুপুর অলস সময়,সবই এখন ছবির মতো এখনও দুই চোখের কোনায়।গান গেয়েছি--কি গান গাব? রবীন্দ্রগান আমার প্রিয়,চারদিকে যা ছড়িয়ে আছে সেখান থেকেই একটু দিও।
চোখের শিরায় অনেক অসুখ- সেই কবিতাও পাঠ করেছি,আধেক ধরা পড়েছিলাম আধেক...