
এ কেমন ভালবাসা – বিনয় দেবনাথ
এ কেমন ভালবাসা
বিনয় দেবনাথ
মন-প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম-
মধুর প্রেম ভালোবাসা আমায় যেন কাঁটার মালায় ক্ষতবিক্ষত করে দিয়েছে -
শুকনো মরুর নিরাশ বালুতে জলের সন্ধান করেছি,
অধিকার নেই ভালোবাসার-এ যেন বিধাতা দেখেছে -
আমি এখন হেঁয়ালিপনা,হলাম বিলাসসামগ্রী,কখনো হৃদয়কে ছুঁতে পাচ্ছি না-
একদিন বলেছিলে-হে পথিক,তোমার ঠিকানা কোথায়?
সব যেন ভুলে গেলে।
মেঠো পথে উষ্ণতাপে বিকেল বেলায় সেই পথ পাড়ি দেওয়া,
বর্ষার কাদা-জলে কদম,
গ্রীষ্মের দুপুরে গাছে পাকা আম এসব
তোমার জন্যই ছিল।
কিন্তু-হৃদয়ের ভাষা যেন বুঝে না-বুঝার ভান করেছো-
কোনদিন কাঁদোনি,কখনো একান্ত ভাবে আমায় ডাকোনি।
হায়রে নিঠুর স্বপ্ন আশা -
এ কেমন ভালোবাসা?
******************************
বিনয় দেবনাথ পরিচিতি:-
কবি বিনয় দেবনাথ ১৭,অক্টোবর ১৯৫৫ (পহেলা কার্তিক ১৩৬২ বঙ্গাব্দে)ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলায়-গোয়ারি গ্রামের এক স...