হরিরামের স্মরণসভা – মণি ফকির
হরিরামের স্মরণসভা
মণি ফকির
আমি আর গৌতমদা দাঁড়িয়ে চা খাচ্ছি। সে এগিয়ে এসে দেহাতি হিন্দি তে বলল,"এখানে কি হচ্ছে ?"
বললাম,"ভাই স্মরণসভা।"
সে বলে,"ও ক্যায়া হোতা হ্যায় ?"
বললাম,"আরে ! কোন বিশিষ্ট লোকের মৃত্যুর পর তাঁকে ও তাঁর কীর্তি কে স্মরণ করা হয়,শ্রদ্ধা জানানো হয়।"
এবার এল গোলা ।
"বাবু কিতনা খরচা হোতা হ্যায় ? হামাকো ভি করানা হ্যায় আপনা |"
“আরে বল কি হে,জীবিত লোকের স্মরণসভা ?? তাও যদি কেউকেটা কেউ হতো।"
গৌতমদা হাসছে। দোকানের সবাই হাসছে। হরিরাম কিঞ্চিৎ কাঁচুমাচু হয়ে বলল,"বাবু আপনারা লেখা পড়া জানা লোক। আমি আর কি বুঝি। বেশ ফটো লাগিয়ে,ফুল দিয়ে সাজিয়ে কতো ভালো ভালো কথা হয়। আমারো ইচ্ছে এমন হোক ।”
কোনোভাবে সেদিন তো কাটিয়ে দিলাম। এদিকে ওর দোকানে গেলেই ধরে। ভয়ে দোকানে যাওয়া ছেড়ে দিলাম। ব্যাটা চা টা বড্ড ভালো বানায়। না গিয়ে থাকাও যাচ্ছেনা। একদিন ক্লাবে বসে আছি । শ্রী...









