পিতৃঋণ – চন্দ্রকান্তি দত্ত
পিতৃঋণ
চন্দ্রকান্তি দত্ত
ছোট্ট একটা থলিতে সামান্য সবজি নিয়ে বাড়ির পথে চলেছেন কনকলতা। দুুর্গাবাড়ির কাছাকাছি আসতেই মাথাটা হঠাৎ ঘুরে গেল। কনকলতা সাবধানে পাশে সরে এসে একটা পুরনো বাড়ির রোয়াক ঘেঁষে দাঁড়ালেন। শুধু যে মাথা ঘুরছে,তা নয়।শরীরটা কেমন ঝিমঝিম করছে। কনকলতা ভয় পেলেন। গত তিনদিন ধরে কী যে হচ্ছে শরীরে? কোন খারাপ লক্ষণ নয় তো? একটু জল খেলে ভাল হত। কাছাকাছি কোন দোকান নেই। কাছারি মোড়ে শিন্টুর দুধের দোকান। ও জলও বিক্রি করে। তবে এখন কাছারি মোড় পর্যন্ত হেঁটে যেতে সাহস পাচ্ছেন না। হাতে ফোন ছিল। একটু ভেবে কনকলতা শিন্টুকে ফোন করলেন। একটুও দেরী হল না। শিন্টু জলের বোতল নিয়ে হাজির হল। জল খাইয়ে উদ্বেগ প্রকাশ করল,"কি হয়েছে মাসিমা? শরীর খারাপ?"
কনকলতা লজ্জা পেলেন। বললেন,"না,মানে,মাথাটা হঠাৎ ঘুরে গেল। কি জানি কেন,শরীরটাও ভাল নেই। তাই তোর কাছে জল চেয়ে ফোন করলাম।"
"বেশ করেছেন",বলল শিন্টু,"কিন্তু ম...