গালিব – দীপন মিত্র
গালিব
দীপন মিত্র
যখনই তোমার কথা ভাবি
লাল গোলাপের কথা মনে পড়ে
দিল্লির লোকেরা জানত তুমি ছিলে জুয়াড়ি,শরাবি
রক্তিম সুরার পাত্র জ্বলে উঠত তখন জ্যোৎস্নায়
কবিতার জন্ম হয় বেদনায়,বড় বেদনায়
বেদনা কবিকে ধরে,কারাগারে বন্দি করে
বিশাল গম্ভীর তার ধ্বনি বাজে শিকড়ে শিকড়ে
ভিখিরি,বাঈজি শুধু বুঝেছিল,গেয়েছিল তোমাকে গালিব
বিপন্ন জীবনে তুমি ছিলে ধ্রুবতারা
তুমি ছিলে করুণার অভ্রান্ত রাকিব
দারিদ্র,শোকের দীর্ঘ যন্ত্রণায়
রক্তাক্ত ফলের মতো তুমি–মৃত্তিকায় নিয়েছ শরণ
কবেকার মৃত এক নক্ষত্রের আলো
তোমাকে করেনি অপহরণ?
তোমার লেখায় জ্যোৎস্না,তারও বেশি ক্ষত,অশ্রু,ত্রুটি
পৃথিবীর পান্থশালা তোমাকে দেবেনা কোনও ছুটি
তোমার উজ্জ্বল পাত্রে সোনালি,রক্তিম সুরা পান করে
নীলাভ তিমিরে আমি একদিন উড়ে যাব ঝড়ে
*****************************...